রাবির ভর্তি পরীক্ষা সম্পন্ন

বিবিধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 18:14:50

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) ব্যবসায় অনুষদভুক্ত ইউনিট ‘বি-১’ গ্রুপ, কলা ও চারুকলা অনুষদভুক্ত ইউনিট ‘এ’ এবং সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের ভর্তি পরীক্ষা শেষ হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টায় ইউনিট ‘বি-২’ গ্রুপের পরীক্ষার মধ্যদিয়ে দ্বিতীয় দিনের পরীক্ষা শুরু হয়। পরে সকাল ১০টা ও ১২টায় ‘ই’ ইউনিট এবং দুপুর আড়াইটা ও বিকাল সাড়ে ৪টায় ‘এ’ ইউনিটের পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে অনুষ্ঠিত হয়।

এর আগে সোমবার (২২ অক্টোবর) বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিট, জীব ও কৃষি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিট এবং ব্যবসায় অনুষদভুক্ত ‘বি-১’ গ্রুপের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর পাঁচটি ইউনিটে চার হাজার ২৭৩টি আসনের বিপরীতে ১ লাখ ৪৭ হাজার ৭৫৩ জন ভর্তিচ্ছু প্রতিযোগিতা করেন।

ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে: http://admission.ru.ac.bd/undergraduate/  পাওয়া যাবে।

এদিকে, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

এ সম্পর্কিত আরও খবর