‘শেখ হাসিনাকে পুরষ্কৃত করতে গেলে বিশ্ব গরিব হয়ে যাবে’

বিবিধ, ক্যাম্পাস

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 04:02:00

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, '২০০৯ সাল থেকে এ পর্যন্ত প্রধানমন্ত্রী যতগুলো উন্নয়নমূলক ও মানব কল্যাণমূলক কাজ করেছেন, সেগুলোর পুরষ্কার দিতে গেলে এ বিশ্ব গরিব হয়ে যাবে।'

মঙ্গলবার (২৩ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘উন্নয়নের রোল মডেল বাংলাদেশ: বতর্মান সরকারের মূল্যায়ন (২০০৯-২০১৮)’  শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। রাষ্ট্রবিজ্ঞান সমিতি এ সেমিনারের আয়োজন করে। 

আইনমন্ত্রী বলেন, ‘অনুষ্ঠানটি রাষ্ট্রবিজ্ঞানীদের, এখানে রাষ্ট্র নিয়ে সত্য কথা বলতে হয়। মাননীয় প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখেছি। তিনি সারাক্ষণ বাংলাদেশকে নিয়ে চিন্তা করেন। কী করলে, কিভাবে দেশের উন্নয়ন হবে, সারাক্ষণ এ কথা চিন্তা করেন।' 

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, 'উন্নয়নের ক্ষেত্রে যোগাযোগ একটি বড় শক্তি। বর্তমান সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে দেশের মানুষের জন্য উন্মুক্ত করে এ উন্নয়নকে ত্বরান্বিত করছেন। এ উন্নয়নকে অব্যাহত রাখতে পারলে বাংলাদেশ হবে উন্নয়নের রোল মডেল।'

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান গত এক দশকে বাংলাদেশের সার্বিক উন্নয়নের তুলনামূক পরিসংখ্যান তুলে ধরে বলেন, ‘বর্তমান সরকার ব্যতিক্রম উন্নয়ন চিন্তার এক দশক অতিক্রম করেছে। সামাজিক পিরামিডের পাটাতনে থাকা মানুষের ভাগ্য পরিবর্তন সূচিত হয়েছে।'

তিনি বলেন, 'নিজেদের সংস্কৃতিকে ধরে রেখে প্রযুক্তির ব্যবহারে এগিয়ে যেতে হবে। নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয়ে ইনোভেটিভ ল্যাব তৈরি করতে হবে।'

রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. গিয়াসউদ্দিন মোল্যার সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান, সাবেক তথ্য কমিশনার অধ্যাপক ড. খুরশিদা বেগম প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর