ঢাবির 'ঘ' ইউনিটে উত্তীর্ণদের পুনরায় পরীক্ষা নেওয়া হবে

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-28 04:11:09

প্রশ্নফাঁসের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে ডিন কমিটির প্রতিবেদন সাপেক্ষে এ সিদ্বান্ত দেন বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. আখতারুজ্জামান। 

তার আগে সোমবার সকালে পুনরায় 'ঘ' ইউনিটের পরীক্ষা নেওয়াসহ ৪ দফা দাবীতে উপাচার্য বরাবর স্বারকলিপি প্রদান করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। উপাচার্য তখন তাদের আশ্বস্ত করে বলেছিলেন, '' দুপুরে ডিন কমিটির সভাতে 'ঘ' ইউনিটের পরীক্ষা পুনরায় নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হবে।"

গত ১২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'ঘ' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর ৪৩ মিনিট পূর্বেই উত্তরসহ হাতে লেখা প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে পৌঁছায়। পরীক্ষা শুরুর ৩১ মিনিট পর সাংবাদিকদের কাছে পৌঁছানো প্রশ্নের সাথে মূল প্রশ্নপত্রের ৭২ টি প্রশ্ন হুবহু মিলে যায়।

এ নিয়ে তুমোল আন্দোলন,অনশন ও প্রতিবাদ হলেও গত ১৬ অক্টোবর 'ঘ' ইউনিটের ফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ  ‍সৃষ্টি হয়।

অবশেষে আজ দুপুরে উপাচার্য 'ঘ' ইউনিটে উত্তীর্ণদের নিয়ে পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত দেন।

এ সম্পর্কিত আরও খবর