রাবি’র ভর্তি পরীক্ষা সোমবার, প্রশ্ন ফাঁসের শঙ্কায় পরীক্ষার্থী-অভিভাকরা

বিবিধ, ক্যাম্পাস

সাইফ সাইফুল্লাহ, রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 22:14:50

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল সোমবার (২২ অক্টোবর) শুরু হবে। পরীক্ষা চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

এদিকে, পরীক্ষায় জালিয়াতি রোধে সতর্ক থাকার কথা জানালেও শঙ্কা কাটছে না ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের। তারা আশঙ্কা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে যেভাবে জালিয়াতি হয়েছে রাবি’তেও তার পুনরাবৃত্তি ঘটতে পারে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার সকাল ৮টায় ইউনিট ‘সি’ গ্রুপ-১ এর মাধ্যমে পরীক্ষা শুরু হবে। আর বিকাল সাড়ে ৪টায় ইউনিট ‘বি’ গ্রুপ-১ এর পরীক্ষার মাধ্যমে প্রথম দিনের পরীক্ষা শেষ হবে। দ্বিতীয় দিন সকাল ৮টায় ইউনিট ‘বি’ গ্রুপ-২ ও বিকাল সাড়ে ৪টায় ইউনিট ‘এ’ গ্রুপ-২ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছরের ভর্তি পরীক্ষায় প্রতিটি ইউনিটে সর্বোচ্চ ৩২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া, এ বছর পাঁচটি ইউনিটের আওতায় ৫৯টি বিভাগে মোট চার হাজার ৭শ’টি আসনের বিপরীতে এক লাখ ৪৭ হাজার ৭৫০ জন পরীক্ষায় অংশ নেবেন।

ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাকরা জানান, প্রতিবছরই বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশ্ন ফাঁস ও প্রক্সি দেওয়ার ঘটনা ঘটে। ফলে প্রকৃত মেধাবীরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঘ’ ইউনিটে প্রশ্ন ফাঁসের যে ঘটনা ঘটেছে সেটি যেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুনরাবৃত্তি না ঘটে। সেজন্য আগে থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন কঠোর পদক্ষেপ নেয়।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, ভর্তি জালিয়াতি ঠেকাতে প্রতিবছরের মতো এবারও কঠোর অবস্থানে থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি জালিয়াতি নিয়ে ভর্তিচ্ছুদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

সিলেট থেকে আসা ইমরান হোসেন নামের এক ভর্তিচ্ছু বার্তা২৪.কম’কে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য অনেক প্রস্তুতি নিয়েছি। কিন্তু ভয় হচ্ছে ভর্তি জালিয়াতি নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো যদি এখানেও এরকম ঘটনা ঘটে তাহলে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়ে প্রস্তুতি নিয়েছে তাদের কষ্ট বৃথা যাবে।’

চাঁদপুর থেকে আসা মমিন নামের আরেক ভর্তিচ্ছু বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি জালিয়াতি একটা রীতি হয়ে গেছে। প্রতি বছর জালিয়াতির মাধ্যমে অনেক শিক্ষার্থী ভর্তি হচ্ছে। এটা বন্ধ না হলে প্রকৃত মেধাবীরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হবে।’

আব্দুল হাকিম নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর বাবা বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে এসেছি। ছেলেটা বিশ্ববিদ্যালয়ে পড়বে। কিন্তু যেভাবে প্রশ্ন ফাঁস হচ্ছে মেধা থাকা সত্বেও অনেক শিক্ষার্থী চান্স পাচ্ছে না। ফলে আমার ছেলের বিশ্ববিদ্যালয়ে পড়ার বিষয়ে আমি শঙ্কায় আছি।’

কক্সবাজার থেকে আসা রাকিব নামের এক ভর্তিচ্ছু শিক্ষার্থী বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটে ব্যবসায় অনুষদ থেকে ৪০৬তম হয়েছি। কিন্তু সেখানে প্রশ্ন ফাঁস হওয়ায় ভর্তি হতে পারবো কি-না জানিনা। অনেক আশা নিয়ে রাবি’তে এসেছি। যদি এখানেও একই ঘটনা ঘটে তাহলে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন হয়তো পূরণ হবে না।’

ভর্তি পরীক্ষা সংক্রান্ত সার্বিক বিষয়ে জানতে চাইলে রাবি’র উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বার্তা২৪.কম’কে বলেন, ‘আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। বিশ্ববিদ্যালয়ে যেন মেধাবী শিক্ষার্থী ভর্তির সুযোগ পায় সেজন্য জালিয়াতি ঠেকাতে সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালত থাকবে। যারা অবৈধ পন্থা অবলম্বন করবে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে। ’

এ সম্পর্কিত আরও খবর