প্রশ্ন ফাঁসের মামলায় ৫ আসামির রিমান্ড মঞ্জুর

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 06:35:14

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) 'ঘ' ইউনিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনার অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় আটক ছয় জনের মধ্যে পাঁচ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৪ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক দেবব্রত বিশ্বাস শুনানি শেষে আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন- জাহিদুল ইসলাম (৪৫ ), ইনসান আলী রকি (১৯), মোস্তাকিম হোসেন (২০), সাদমান সালিদ (২১), তানভির আহমেদ (২১) ও আবু তালেব (১৯)।

এর আগে ঢাবি’র সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'ঘ' ইউনিটের প্রশ্নফাঁস ও ডিজিটাল জালিয়াতির অভিযোগে এই ছয় আসামির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাহবাগ থানায় মামলা দায়ের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুল আহসান।

এ সম্পর্কিত আরও খবর