চবিতে প্রতি আসনে লড়বে ২৮ শিক্ষার্থী

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 11:31:48

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান (স্নাতক) শ্রেণির ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ১ লাখ ৩৬ হাজার ২৪৭ জন। চার হাজার নয়শ ছব্বিশটি আসনের বিপরীতে এ আবদন জমা পড়ে।

ফলে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে ২৮ জন ভর্তিচ্ছুক শিক্ষার্থী। এর আগে গত ১৩ সেপ্টেম্বর ভর্তির পরীক্ষার আবেদন শুরু হয়ে চলে সাত অক্টোবর রাত ১১ টা ৫৯ মিনিটে শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. হানিফ সিদ্দিকী বার্তা২৪.কমকে বলেন, ‘এ’ ইউনিটে ৪৪ হাজার চারশ ৩১, ‘বি’ ইউনিটের ৩১ হাজার ৭৯০, ‘সি-১’  উপ-ইউনিট ১ হাজার আটশ ৮৪,  ‘সি’ ইউনিটে ১১ হাজার চারশ ৩৯, ‘ডি- ১’ উপ-ইউনিটে ২ হাজার একশ ৩৫ টি আবেদন জমা পড়েছে। গতকাল রাতে ভর্তি আবেদন শেষ হয়েছে বলেও জানান তিনি।

২৭ অক্টোবর ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষা  অনুষ্ঠিত হবে। প্রথমদিন  ২৭ অক্টোবর ‘বি’ ইউনিট আয়ত্তাধীন কলা ও মানববিদ্যা অনুষদের পরীক্ষা, ২৮ অক্টোবর ‘ডি‘ ইউনিটের আয়ত্তাধীন সম্মিলিত সকল অনুষদের (সমাজ বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ, শিক্ষা অনুষদ ও জীববিজ্ঞান অনুষদভুক্ত মনোবিজ্ঞান বিভাগ এবং ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগ) পরীক্ষা, ২৯ অক্টোবর ‘এ’ ইউনিটের আয়ত্তাধীন বিজ্ঞান অনুষদের পরীক্ষা এবং ৩০ অক্টোবর ‘সি ‘ ইউনিটের আয়ত্তাধীন ব্যবসায় প্রশাসন অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও খবর