ঢাবিতে সমাবর্তন শুরু, গ্র্যাজুয়েটদের উচ্ছ্বাস

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 07:10:24

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন শনিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এবারের সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।

এবারের সমাবর্তনে ২১ হাজার ১১১ জন রেজিস্ট্রেশন করেছেন, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বেশি। অনুষ্ঠানে কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের ৯৬টি স্বর্ণপদক, ৮১ জনকে পিএইচডি ও ২৭ জনকে এমফিল ডিগ্রি দেওয়া হবে। ঢাবি অধিভুক্ত সাত কলেজের স্নাতকসহ ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ ভেন্যু থেকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সরাসরি সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন।

শিক্ষার্থীদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই দিনটিতে শিক্ষা সমাপনীর সনদ ও কৃতী শিক্ষার্থীদের মধ্যে পদক বিতরণ করা হয়। শিক্ষা জীবন সমাপ্তির আনুষ্ঠানিক স্বীকৃতির এই দিনটিতে তাই গত কয়েকদিন জুড়েই ঢাবি ক্যাম্পাসে আনন্দের ঢেউ খেলে যাচ্ছে । সকাল থেকেই সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠতে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। চিরাচরিত কালো গাউন আর মাথায় সমাবর্তন ক্যাপ পরে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন কেন্দ্রীয় খেলার মাঠে। বন্ধু-বান্ধবদের সঙ্গে হৈ হুল্লোড় আর ছবি তোলার হিড়িক চলছে ক্যাম্পাসে জুড়ে।

সমাবর্তনের আগেই সমার্বতনের গাউন, ক্যাপ ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করা হয়েছে নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে। গাউন পাওয়ার পর সেদিন থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রাঙ্গণে সহপাঠীদের নিয়ে, কেউ বাবা-মা বা পরিবারের সদস্যদের নিয়ে স্মৃতি ধরে রাখতে আনন্দময় সময় পার করেছেন।

জানতে চাইলে শিক্ষার্থী সমাজবিজ্ঞানের খায়রুল হাসান বলেন, সমাবর্তন সবকিছু মিলিয়ে অন্য রকম এক অনুভূতি! চার-পাঁচ বছর পড়ালেখার পর সমাবর্তনের মাধ্যমে যখন ডিগ্রি পাওয়া খুবই আনন্দের ব্যাপার। বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করার আনুষ্ঠানিক স্বীকৃতি পাচ্ছি, এটা নিজের কাছেও গর্বের।

বোটানি বিভাগের শিক্ষার্থী ঐন্দ্রিলা বলেন, সমাবর্তনের গাউন পাওয়ার পর থেকেই আমরা সবাই মিলে ছবি তুলছি, মজা হচ্ছে। বন্ধুদের অনেকের মা-বাবা এসেছেন ক্যাম্পাসে, তাদের সঙ্গে ছবি তুলছে।

 

এ সম্পর্কিত আরও খবর