হিব্রু সাহিত্যে নবী দাউদ (আ.)

অনুবাদ কবিতা, শিল্প-সাহিত্য

অনুবাদ : সাঈফ ইবনে রফিক | 2023-08-31 08:00:31

[হজরত দাউদ [আ.] বা জনাব দাউদ [আ.] (আরবি: دَاوُۥدَ, Dāwud; হিব্রু ভাষায়: דָּוִד, আধুনিক হিব্রু: David, তিবেরিয়ান: dɔwið, "beloved"; গ্রিক: Δαβιδ) কুরআনের বর্ণনা অনুসারে, তিনি ছিলেন একজন নবী এবং রাসূল। তাঁর ওপর জাবুর ধর্মগ্রন্থটি অবতীর্ণ হয়। বাইবেল এবং কুরআনে দাউদ [আ.] সংক্রান্ত বিভিন্ন কাহিনী বর্ণিত আছে। জনাব দাউদ [আ.], জনাব ইয়াকুবের [আ.] পুত্র, ইয়াহুদার অধঃস্তন বংশধর। তাঁর পিতার নাম ঈসা। অনেক পুত্র সন্তানের মধ্যে দাউদ [আ.] ছিলেন পিতার কনিষ্ঠ সন্তান। তাঁর ওপর ১৫০টি সূরা সম্বলিত ‘জাবুর’ নামক আসমানী কিতাব অবতীর্ণ হয়।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে ইন্টারনেটে হিব্রু সাহিত্য ঘেঁটে দাউদ (আ.)-এর কবিতা ও জাবুরের কিছু অংশের ইংরেজি অনুবাদ পেলাম। দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম পাঠকের বোঝার সুবিধার্থে সেগুলোর অনুবাদে সচেতনভাবে ইসলামি শব্দ বসানো হয়েছে।- অনুবাদক]

দাউদ (আ.)-এর প্রার্থনা সঙ্গীত

১.
হে আল্লাহ,
রাগের অধিকার থাকলেও
ভর্ৎসনা করো না আমায়।
আমাকে কঠিন দুঃখের মধ্যে রাখার কথা
চিন্তাও করো না।

২.
আমার ওপর করুণা আসুক
হে আল্লাহ, আমি যে দুর্বল!
শরীর-হাড়গোড় আমাকে বিরক্ত করছে
হে আল্লাহ, আমাকে নিরাময় করো।

৩.
আমার আত্মাও বিরক্ত;
কিন্তু তুমি, হে আল্লাহ—
আর কতদিন?

৪.
হে আল্লাহ,
আমার আত্মা ফিরিয়ে দাও।
তোমার করুণার দোহাই,
আমাকে বাঁচাও।

৫.
মৃত্যুর পর তোমাকে মনে পড়বে না।
কবরে, কে তোমাকে ধন্যবাদ জানাবে?

৬.
যন্ত্রণায় কাতর আমি
সারারাত বিছানায় সাঁতরাই,
অশ্রুতে।

৭.
আমার চোখ বিষাদ হজম করছে;
শত্রুদের কল্যাণে
গাজনে পচে যাচ্ছে চোখ।

৮.
আমার কাছ থেকে সরে যাও
ওহে পাপ নির্মাণের শ্রমিক;
আল্লাহ আমার কান্না শুনছেন।

৯.
আল্লাহ আমার অভিযোগ শুনছেন
আল্লাহ আমার প্রার্থনা গ্রহণ করবেন।

১০.
সব শত্রু লজ্জা পাক
বিরক্ত হোক;
তারাও ফিরে আসুক,
হঠাৎ লজ্জা পাক।

জাবুর থেকে

[১৩৮]
১.
প্রশংসা করার আগে
তোমাকে ধন্যবাদ, হে আল্লাহ
আমার পুরোটা হৃদয় থেকে।

২.
তোমার মসজিদে মাথা নত করেছি;
দৃঢ় ভালোবাসা আর বিশ্বস্ততার জন্য,
তোমাকে ধন্যবাদ।
সব কিছুর ঊর্ধ্বে
তোমার নাম, তোমার বাণী।

৩.
যেদিন আমি ডাকলাম,
তুমি সাড়া দিলে।
তুমি আমার আত্মার শক্তি বাড়ালে।

৪.
হে আল্লাহ
পৃথিবীর প্রতিটি রাজাই
তোমাকে ধন্যবাদ দেবে;
তারা তোমার বাণী শুনেছে।

৫.
আল্লাহর পথেই তারা গাইবে,
স্তুতিগাঁথা, আল্লাহর শ্রেষ্ঠত্ব।

৬.
সুউচ্চে থেকেও আল্লাহ
নিচের খোঁজ-খবর সবই জানেন।
দূর থেকেও টের পান, অহঙ্কার।

৭.
সমস্যার মধ্যদিয়ে হাঁটলেও
তুমি আমায় রক্ষা করো;
আমার শত্রুদের ক্রোধে হস্তক্ষেপ করো,
আমাকে বাড়িয়ে দাও ডান হাত।

৮.
আমার জন্য আল্লাহ তার ইচ্ছা পূর্ণ করবে।
তোমার দৃঢ় প্রেম চিরন্তন, হে আল্লাহ
হাত উঠিয়ে নিও না।

এ সম্পর্কিত আরও খবর