সাংবাদিক শাহীন চৌধুরীর ‘গ্রেটওয়াল থেকে নায়াগ্রা’ 

রিভিউ, শিল্প-সাহিত্য

স্পেশাল করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-08-31 10:18:30

'গ্রেটওয়াল থেকে নায়াগ্রা' এবার নতুন আঙ্গিকে প্রকাশ করেছে ছায়াবিথী প্রকাশনী। ১৩টি দেশ ভ্রমণের অভিজ্ঞতা, কৃষ্টি-কালচার, সংস্কৃতি, জীবনযাত্রা, আলোচিত স্থানের বর্ণনাসহ নানা বিড়ম্বনার চিত্র দারুণভাবে তুলে এনেছেন লেখক।

পাঠকরা ওইসব স্থান ভ্রমণ না করেও যেন সেখান থেকে ঘুরে আসতে পারবেন। পেতে পারেন রোমাঞ্চকর অনুভূতি। ২০৮ পৃষ্ঠার এই বইটির মূল্য ধরা হয়েছে ৪০০টাকা। লেখক সাংবাদিক শাহীন চৌধুরীর ভ্রমণ কাহিনী বিষয়ক বইটি একুশের বই মেলার ছায়াবীথি এবং তরফদার প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে।

লেখকের আরও ১৩টি বই একুশের বই মেলায় পাওয়া যাচ্ছে। উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে: উপন্যাস- নিরুদ্দেশ ও ত্রিচারিণী। তরফদার প্রকাশনীর ১৯৬ নম্বরস্টলে এবার লেখকের ‘সুনন্দা’ কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে।

উপন্যাস- প্রবাসিনী, তৃতীয় নারী, ভ্রমণ কাহিনী- সিউল থেকে লংআইল্যান্ড, রাজনৈতিক গ্রন্থ- তত্ত্বাবধায়ক ব্যবস্থা ও নিনিয়ান স্টিফেন, কাব্য-দু:সময়ে ভালোবাসা, প্রবাস রিপোটিং নিয়ে লেখা, জাতিসংঘ ও লাইভ ওবামা, লোকগাঁথা-দবির বয়াতির গান মেলায় পাওয়া যাচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর