সোমবার '১৯৭১: প্রতিরোধ সংগ্রাম বিজয়' গ্রন্থের প্রকাশনা

প্রবন্ধ, শিল্প-সাহিত্য

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-12-17 15:24:10

মুক্তিযুদ্ধের নেতৃস্থানীয় সংগঠকের হাতে মুক্তিযুদ্ধের অনন্য গবেষণা গ্রন্থের প্রথম কপি তুলে দেওয়া একটি ঐতিহাসিক ঘটনা। '১৯৭১: প্রতিরোধ সংগ্রাম বিজয়' শিরোনামের বহুমাত্রিক গবেষণা গ্রন্থের প্রথম কপি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের হাতে অর্পণ করার সময় তেমনি ইতিহাস সৃষ্টি হয়েছে।

কারণ বর্তমান রাষ্ট্রপতি বাংলাদেশের মুক্তিযুদ্ধের  মহান সংগঠকদের অন্যতম। আর গ্রন্থের প্রণেতা মেজর জেনারেল (ড.) মোঃ সরোয়ার হোসেন বাংলাদেশের অবস্থান ও দৃষ্টিকোণ থেকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিশ্লেষণকারী একজন অগ্রণী ইতিহাসকার ও গবেষক।

মেজর জেনারেল মোঃ সরোয়ার হোসেন রচিত ইংরেজিতে গবেষণামূলক বইটি বাংলায় '১৯৭১: প্রতিরোধ সংগ্রাম বিজয়' নামে অনুদিত হয়েছে। এর আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠান হবে আগানী সোমবার (২৮ জানুয়ারি) বিকাল চারটায়।

বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিতব্য প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিশিষ্ট পণ্ডিত ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে নেতৃস্থানীয় শিক্ষাবিদ, গবেষক ও বুদ্ধিজীবী '১৯৭১: প্রতিরোধ সংগ্রাম বিজয়' গ্রন্থ সম্পর্কে আলোকপাত করবেন।

বাংলা একাডেমীর একুশের বইমেলায় বইটি পাওয়া যাবে।

এ সম্পর্কিত আরও খবর