ভ্যান গগ থেকে নিউইয়র্ক

কবিতা, শিল্প-সাহিত্য

শরীফুল আলম | 2023-08-30 08:20:10

তাতানো রোদের মত মেঘ সরিয়ে
হলুদ এখন প্রকৃতির শোভা
তোমার খোলা চুল ছুঁয়ে যায় শীতের বিকেল ।

এখন শীতকাল, দমকা আদরের সময়
কফিমগ, ওম, বাড়তি রাত্রি পাওয়া ফাগুন
এখন শীতকাল, শরীরে শরীর জ্বালাবার দিন,
ফাঁক রেখোনা বন্ধু, বাঁধো শক্ত ঋণ
পাশ ফিরোনা তুমি চুম্বন অনুসারী
এই এক পুরান খেলা ব্ল্যাক হোল
হাত পা ছুড়াছড়ি
ফাটা ঠোঁটে জলের গভীরে অসভ্য যাপন ।

এই এক স্বেচ্ছা মৃত্যু খোলা আকাশের নিচে
সিরিয়া কিম্বা ফিলিস্থিনি কায়দায়
উপত্যকায় কিম্বা পাহাড়ে
হাড়ের শিরায় যাঁদের মরণ ফাঁদ
কারও বা ফুসফুস ছারখার ।

ওকের পাতা, ম্যাপল ঝরে এখন
মেরুন সিঁদুর লাল
প্রকৃতিও এখন ব্যস্ত পুনঃনির্মাণে
গাছ গুলো ফ্যাকাসে কোন পাতা নেই
কত দ্রুত লয়ে পুরান হয়ে যায় মানুষ আর প্রকৃতি
এভাবেই তুষারাবৃত হবে অচিরেই নিউইয়র্ক কিম্বা ফুজিয়ামা ।

এখানে কোথাও নেই এখন কোন চেরিফুল
সাকুরা, ঝলমল ছবি
পথের পাশেই পড়ে রয় চকচকে বহু বর্না সেঞ্চুরি পাতা
গানে বাজে ঝড়া পাতার ফিসফিসানি
ইচ্ছে হয় গেয়ে উঠি
"ঝরা পাতা ঝড়কে ডাকে, বলে তুমি লও আমাকে "
রবার্ট ফ্রষ্টের মত উদাসিন
ফিকে হলুদ, গাঢ় হলুদ, চনমনে হলুদ উঁকি দেয় চারিদিক
ভ্যান গগ থেকে নিউইয়র্ক
সূর্য সরতে থাকে পশ্চিমে অবিশ্বাস্য গতিতে
রক্তবর্ণ লাল সূর্য
মনে হবে আগুণ লেগেছে সারা বিশ্বে
বার্চ, পপলারের ভিড়ে পাইন গুলো এখন
ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে দৃষ্টির আড়ালে
গগা, মিসিগান, ভ্যান গগ, নিউইয়র্ক, ক্যানসাস
উত্তরে হাওয়ায় কেঁপে উঠে সব মগডাল
বরফের দঙ্গল আসবে আর কিছুদিন পর
তুষার উৎসব,
গাছের পাতার মত মানুষের মন কখনো লাল হবে
কখনো হলুদ, সবুজ কিম্বা ভিন্ন শেড
কাঠবিড়ালির উৎসব বেড়ে যাবে, বিপন্ন হবে পাখি সব
চারিদিকে এখন আগুনের উৎসব, সুন্দরের পসরা ।

____________________________________
শরীফুল আলম ।
১২ নভেম্বর / ২০২১
হাডসন / নিউইয়র্ক
মার্কিন যুক্তরাষ্ট্র ।

এ সম্পর্কিত আরও খবর