১০ টাকা কেজির চাল বিক্রি: সামাজিক দূরত্ব মানা হচ্ছে না

পঞ্চগড়, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড় | 2023-09-01 23:29:07

করোনাভাইরাসের কারণে কর্মহীন অসহায় মানুষদের জন্য পঞ্চগড় পৌর এলাকার ৮টি পয়েন্টে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকালে পঞ্চগড় শহরের লিচুতলা এলাকায় এ চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড় সদর উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম।

সরেজমিনে ১০ টাকা কেজি দরের চাল কিনতে মানুষদের দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে তারা সামাজিক দূরত্ব মানছে না। সামাজিক দূরত্ব বজায় রাখতে পুলিশ কাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই।

জানা গেছে, সপ্তাহে ৩ দিন ৮ জন ডিলারের মাধ্যমে ৩০ টন চাল বিক্রি করা হবে। একজন ডিলার প্রতিদিন গড়ে সকাল ১০ থেকে বিকেল ৩টা পর্যন্ত ২৫০ জন মানুষের মাঝে ১ হাজার ২৫০ কেজি চাল ১০ টাকা দরে বিক্রি করতে পারবেন।

চাল কিনতে আসা কর্মহীন অসহায় মানুষরা বলেন, ‘করোনাভাইরাসের কারণে কাজকর্ম বন্ধ থাকায় আমরা বিপাকে পড়েছি। সব জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। আর সরকার এই সময়ে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করায় আমরা অনেক উপকৃত হলাম।’

চাল কিনতে এসে কেন সামাজিক দূরত্ব মানছেন না এমন প্রশ্নে তারা বলেন, ‘আমরা গরিব মানুষ। করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে তেমন জানি না। সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করা আমাদের জন্য একটু কঠিন। তবে মেনে চলা উচিত।’

১০ টাকা কেজি দরে চাল বিক্রির ডিলার মতিয়ার রহমান বকুল বলেন, ‘আজ থেকে আমরা ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেছি। পঞ্চগড় শহরের ৮টি পয়েন্টে এ চাল বিক্রি করা হচ্ছে। বিভিন্ন এলাকা থেকে এসে সাধারণ মানুষরা ১০ টাকা কেজি দরে চাল কিনতে ভিড় জমাচ্ছে।’

এ সম্পর্কিত আরও খবর