নান্দাইলের অগ্নিকাণ্ডে ঘরসহ গবাদি পশু পুড়ে ছাই

ময়মনসিংহ, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ) | 2023-08-30 09:44:22

ময়মনসিংহের নান্দাইলে অগ্নিকাণ্ডে চারটি বসতঘর ও দুটি গবাদি পশু পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে গফরগাও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে গফরগাও ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

জানা গেছে, উপজেলার খারুয়া ইউনিয়নের খারুয়া গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন খুররম গত বুধবার দিবাগত রাতে মশার উপদ্রবের জন্য তার গোয়াল ঘরে কয়েল জ্বালান। এরপর বৃহস্পতিবার ভোরে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এরপর আগুনের লেলিহান প্রতিবেশী খোকন মিয়ার বসতঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গফরগাও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানান, অগ্নিকাণ্ডে খুররমের তিনটি বসতঘর, আসবাবপত্রসহ দুটি গরু পুড়ে ছাই হয়ে গেছে এবং খোকন় মিয়ার একটি ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ৮ লাখ টাকা।

এদিকে, বৃহস্পতিবার নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুর রহিম সুজন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. কামরুল হাসনাত ভূইয়া মিন্টু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ সম্পর্কিত আরও খবর