সঙ্গরোধ না মানায় সরকারি কর্মকর্তার বাড়িতে লাল পতাকা

ব্রাহ্মণবাড়িয়া, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2023-08-29 21:30:39

সঙ্গরোধ না মানায় ও শরীরে করোনাভাইরাসের লক্ষণ থাকায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক সরকারি কর্মকর্তার বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার রূপসদী ইউনিয়নের রূপসদী গ্রামে ওই বাড়িতে লাল পতাকা টাঙানো হয়।

এ সময় উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ওই কর্মকর্তা ও তার বাবাকে সঙ্গরোধে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আল মামুন জানান, করোনাভাইরাসের প্রাথমিক কিছু লক্ষণ ছিল ওই ব্যক্তির শরীরে। এখন তিনি সুস্থ আছেন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আমরা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেছি।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসির উদ্দিন সারোয়ার জানান, ওই কর্মকর্তা তার কর্মস্থল এলাকায় ইতালিফেরতদের সংস্পর্শে এসেছিলেন। তাই তাকে ১৪ দিন সঙ্গরোধে থাকতে বলা হয়। তিনি তা না মেনে নিজ বাড়িতে চলে আসেন। খবর পেয়ে তাকে তার বাবাসহ সঙ্গরোধে থাকতে বলা হয়েছে। পাশাপাশি সবাইকে সচেতন করার জন্য বাড়িতে লাল পতাকা টাঙানো হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এ সম্পর্কিত আরও খবর