বাঘাইছড়িতে ১২ পরিবারকে লকডাউন

রাঙামাটি, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি | 2023-08-29 20:54:48

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পশ্চিম মুসলিম পাড়া এলাকায় স্থানীয় ১২ পরিবারকে লকডাউন করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার সময় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু এই লকডাউনের ঘোষণা দেন। বাঘাইছড়ি পৌরসভাধীন ২নং ওয়ার্ডের পশ্চিম মুসলিম ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে ট্রেনিং করে ফিরে আসা ওই এলাকার এক আনসার সদস্যের শরীরে করোনাভাইরাসের প্রাথমিক লক্ষণ দেখা গেছে। এ কারণে ওই এলাকায় গিয়ে লকডাউনের ঘোষণা দেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সেনাবাহিনী-বিজিবি ও পুলিশ বাহিনীর সদস্যরা।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু বলেন, ‘আমরা ওই ১২ পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাহায্য করব। অসুস্থ ব্যক্তির রক্ত সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদার হাটে পাঠানো যায় কিনা সে বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।’

এ সম্পর্কিত আরও খবর