রাজবাড়ীতে বাস-ট্রেন চলাচল বন্ধ, চলছে ছোট গাড়ি

রাজবাড়ী, দেশের খবর

সোহেল মিয়া, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-30 07:09:40

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজবাড়ী জেলার সব রুটের বাস ও ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে স্ব স্ব কর্তৃপক্ষ। তবে রাজশাহী থেকে গোয়ালন্দ ঘাটগামী মধুমতি ট্রেনটি চলবে।

জনসমাগমরোধের জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করলেও সড়কে এবং মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ছোট ছোট গাড়িগুলো। বিশেষ করে মাহিন্দ্রা ও ব্যাটারিচালিত অটোরিকশা রয়েছে চোখে পড়ার মতো। সাধারণ মানুষের উপচে পড়া ভিড়ও রয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকালে বালিয়াকান্দি বাসস্ট্যান্ডে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্ট্যান্ড থেকে কোনো বাসই রাজবাড়ীর উদ্দেশে ছেড়ে যায়নি। তবে বাসস্ট্যান্ডে প্রচুর সংখ্যক ছোট গাড়ি চলাচল করছে।

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন ও মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মুরাদ হাসান মৃধা বলেন, ‘প্রশাসন থেকে আমাদেরকে বাস চলাচল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে। তাই আমরা জেলার সব রুটের বাস চলাচল বন্ধ ঘোষণা করেছি। তবে সড়কে যে ছোট গাড়ি চলছে এটাতেও প্রশাসনের নজর দেয়া উচিত।’

রাজবাড়ী রেলস্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন,‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা রাজবাড়ী-পোড়াদহ রুটের লোকাল ও মেইল ট্রেন চলাচল বন্ধ করেছি। তবে রাজশাহী থেকে ছেড়ে আসা গোয়ালন্দঘাটগামী মধুমতি ট্রেনটি চালু থাকবে।’

সড়কে মহাসড়কে ছোট গাড়ি চলার ব্যাপারে জেলা প্রশাসক দিলসাদ বেগম বার্তা২৪.কমকে বলেন, ‘আমরা ছোট গাড়ি বন্ধ করার কোনো নির্দেশ পায়নি।’

এ সম্পর্কিত আরও খবর