করোনা: খাদ্যসামগ্রী পেলেন অর্ধশতাধিক হোটেল শ্রমিক

পঞ্চগড়, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড় | 2023-08-29 22:04:33

করোনাভাইরাস সংক্রমণ রোধে পঞ্চগড়ে জরুরি সতর্কতা জারি করায় শহরের হোটেল ও রেস্তোরাঁগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে কর্মহীন হয়ে পড়ছেন হোটেল শ্রমিকরা। তাই কর্মচারীদের হাতে ১২ দিনের খাবার সামগ্রী বিতরণ করেছে জেলা শহরের নুর জাহান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের সামনে ওই হোটেলের অর্ধশতাধিক কর্মচারীকে খাদ্য সামগ্রী দেওয়া হয়।

হোটেলের মালিক পক্ষ জানান, করোনাভাইরাস সংক্রমণ থেকে নিরাপদে থাকার জন্য তাদের হোটেলগুলো মঙ্গলবার দুপুর থেকে বন্ধ করে দেওয়া হয়। তাদের হোটেলে কর্মরত অর্ধশতাধিক শ্রমিক ও কর্মচারীদের আগামী ১২ দিনের জন্য চাল, ডাল, আলু, সাবানসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়া হয়।

১২ দিনের জন্য এ খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে

হোটেল শ্রমিক আমিনা খাতুন বলেন, ‘হোটেল বন্ধ থাকায় আমাদের মহাজন ১২ দিনের জন্য খাবার ও ভাড়া দিয়ে ভ্যানে তুলে দিল বাড়ি যাওয়ার জন্য। কোনো সমস্যা হলে তাদের জানাতে বলছে। আমরা খুব আনন্দিত ও উপকৃত হলাম।’

একই কথা জানালেন আরেক হোটেল শ্রমিক মিলন হোসেন। তিনি বলেন, ‘আমাদের জন্য মহাজন খাবার দিয়ে সহযোগিতা করলো। সব হোটেলের মালিক যদি এ দুর্দিনে তাদের কর্মচারীদের পাশে দাঁড়ায় তাহলে অনেক উপকৃত হবে।’

এ সম্পর্কিত আরও খবর