‘হামার সংসার চলবে কেমনে’

পঞ্চগড়, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড় | 2023-08-31 14:21:26

রাত পোহালে বিভিন্ন এলাকার ভ্যানচালকরা তাদের ভ্যানগাড়ি নিয়ে এভাবে সারিবদ্ধ ভাবে পঞ্চগড় জেলা শহরের শেরেবাংলা চত্ত্বর ও জেলা পরিষদ মার্কেটের সামনের সড়কে দাঁড়িয়ে থাকেন। তারা এখানে আসেন যাত্রী নিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য ভ্যান নিতে।

কিন্তু করোনাভাইরাসের আতঙ্কে মানুষ ঘর তেমন বের না হওয়ায় যাত্রী না পেয়ে বেকার হয়ে পড়েছেন ভ্যান ও রিক্সা চালকরা।

সোমবার (২৩ মার্চ) দুপুরে শহরের বিভিন্ন স্ট্যান্ডে এভাবেই ভ্যান ও রিক্সা চালকদের বসে বেকার সময় পার করতে দেখা যায়।

ভ্যান চালক রহিদুল ইসলাম জানান, ভ্যান না চালালে হামার সংসার চলবে কেমনে, লোকজন বাইরে বের হচ্ছে না। তাই যাত্রী না পেয়ে এভাবেই রোদের মধ্যে ভ্যান নিয়ে বসে আছি কখন আসবে একটি যাত্রী।

একই কথা জানান, শহরের আরেক ভ্যান চালক আমজাদ হোসেন। তিনি জানান, যত দিন যাচ্ছে তত শহর ফাঁকা হয়ে যাচ্ছে। আমরা যাত্রী না পেয়ে বেকার হয়ে পড়েছি। জানি না এমন অবস্থা কত দিন থাকবে।

এদিকে জেলা প্রশাসন জেলায় জনসমাগম, সভা-সেমিনার সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক লিফলেট বিতরণ করছে।

এ সম্পর্কিত আরও খবর