‘আপনি বাড়িতে থাকুন, আপনার প্রয়োজন পুলিশকে বলুন’

পটুয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2023-08-30 15:15:34

পটুয়াখালী শহরে সম্প্রতি বিদেশ থেকে আসা নাগরিকদের ফোনে আশ্বস্ত করছেন পুলিশ সুপার মোহাম্মদ মঈনুল হাসান।

সদ্য বিদেশ ফেরত নাগরিকদের হোম কোয়ারেন্টাইন বা বাড়িতেই সঙ্গরোধে থাকা নিশ্চিত করতে পুলিশ সুপার তার অফিশিয়াল ফোন নম্বর থেকে প্রবাসীদের ফোন দিচ্ছেন। বিদেশ ফেরত নাগরিকরা অবশ্যই যাতে ১৪ দিন বাড়িতেই সঙ্গরোধে থাকেন, সেটি নিশ্চিত করতে ফোন দিয়ে পুলিশ সুপার বলছেন, ‘আপনি বাড়িতে থাকুন, আপনার প্রয়োজন পুলিশকে বলুন।’

সোমবার (২৩ মার্চ) সকালে সদ্য বিদেশ থেকে আসা নাগরিকদের সঙ্গে কথা বলে জানা যায়, পুলিশ সুপার তাদের ফোন দিয়ে বাড়িতে থাকার অনুরোধ করেছেন। তাদের কোনো কিছু প্রয়োজন হলে পুলিশকে জানাতেও বলেছেন তিনি।

রোববার পটুয়াখালীতে করোনাভাইরাস সন্দেহে দুই ব্যক্তির নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠানোর পর পুলিশের তৎপরতা আরও বেড়েছে।

পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মঈনুল হাসান জানান, সর্বশক্তি দিয়ে এবং সবাই মিলে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধের চেষ্টা করতে হবে। বর্তমানে সবাইকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না আসার আহ্বান জানানো হচ্ছে। যারা বাড়িতে সঙ্গরোধে রয়েছেন, তাদের কোনো কিছুর প্রয়োজন হলে সংশ্লিষ্ট থানা পুলিশকে জানালে ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

এ সম্পর্কিত আরও খবর