মুজিব বর্ষে কুষ্টিয়া বিআরটিএর বিশেষ সেবা

কুষ্টিয়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-08-30 07:08:09

মুজিব বর্ষ উপলক্ষে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ফিটনেস, রেজিস্ট্রেশন ও লার্নার লাইসেন্স প্রদানের ঘোষণা দিয়েছে বিআরটিএ কুষ্টিয়া সার্কেল।

রোববার (১৫ মার্চ) সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কুষ্টিয়া সার্কেল আয়োজিত বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন শেষে এ কথা জানানো হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মৃনাল কান্দি দে।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) লুৎফুন নাহার, বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক এটিএম জালাল উদ্দিন, বিআরটিএর মোটরযান পরিদর্শক ওমর ফারুক।

বিআরটিএর বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়

বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক এটিএম জালাল উদ্দিন জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিশেষ সেবা সপ্তাহের অংশ হিসেবে ১৫ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ফিটনেস, রেজিস্ট্রেশন ও লার্নার লাইসেন্স প্রদানসহ সেবা গ্রহীতারা তাদের পরামর্শ/মন্তব্য অবহিত করলে ভবিষ্যতে আমাদের সেবার মান আরও উন্নত করার চেষ্টা অব্যাহত থাকবে।’

বিশেষ এ কার্যক্রম পাঁচ দিন চলমান থাকবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর