ঘোড়াশালে ডাইং কারখানার আগুনে ১০ কোটি টাকার ক্ষতি

নরসিংদী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নরসিংদী | 2023-08-29 21:47:20

নরসিংদীর ঘোড়াশালের পাইকশা এলাকার স্যামরি ডাইং কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নুরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ দুই ঘণ্টার চেষ্টায় রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আগুনে গোডাউনে থাকা প্রায় ১০ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ।

স্যামরি ডায়িং কারখানার জিএম মেজর (অব.) আরেফিন সিদ্দিক জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রতিষ্ঠানটির কেমিক্যাল গোডাউনে আগুন লেগে যায়। আগুনে গোডাউনে থাকা সুতা, সুতার কেমিক্যাল, মেশিনারী ও ইলেকট্রিক মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়। গোডাউনে লোক না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

আরও পড়ুন:ঘোড়াশালে ডাইং কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

 

এ সম্পর্কিত আরও খবর