করোনা মোকাবিলায় রাঙামাটিতে ১৫০ বেড প্রস্তুত

রাঙামাটি, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি | 2023-08-30 07:04:03

সারা দেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতেও করোনাভাইরাস মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার (৯ মার্চ) জেলার সিভিল সার্জন বিপাশ খীসা জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিতে রাঙামাটিতে সর্বমোট ১৫০ বেড প্রস্তুত রাখা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত ব্যক্তিকে সেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় মাস্ক, বিশেষায়িত পোশাক, হ্যান্ড গ্লাভসসহ আনুষঙ্গিক অন্যান্য উপকরণ ইতিমধ্যেই মজুদ করে রাখা হলেও করোনাভাইরাস শনাক্তের কোনো কিট রাঙামাটিতে নাই বলে জানা গেছে।

জেলা সিভিল সার্জন আরও জানান, করোনাভাইরাস প্রতিরোধে রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদকে প্রধান করে ১১ সদস্য বিশিষ্ট্য একটি কমিটি গঠন করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর