গোয়ালন্দ উপ-নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

রাজবাড়ী, দেশের খবর

সোহেল মিয়া, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-09-01 01:14:09

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) বেলা ১১টায় জেলা নির্বাচন অফিসারের সভাকক্ষে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান এ প্রতীক বরাদ্দ দেন।

এ সময় আওয়ামী লীগ মনোনীত মো. মোস্তফা মুন্সিকে নৌকা, বিএনপি মনোনীত মাহবুবুল আলম শাহিনকে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম মন্ডলকে ঘোড়া প্রতীক দেওয়া হয়।

জেলা নির্বাচন অফিস জানায়, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চ গোয়ালন্দ উপজেলা পরিষদ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলা ১টি পৌরসভা ও ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এতে মোট ভোটার ৯১ হাজার ৫৪৪ জন। এরমধ্যে ৪৫ হাজার ৫০০ মহিলা ও ৪৬ হাজার ৪৪ জন পুরুষ ভোটার।

উল্লেখ্য, ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপ ২০১৯ সালের ২৪ মার্চ অনুষ্ঠিত হয়। নির্বাচিত চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম গত ১৭ অক্টোবর হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করলে উপজেলায় উপ-নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

এ সম্পর্কিত আরও খবর