কাকে ভয় দেখাতে চাচ্ছেন, শামীমকে আইভী

নারায়ণগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নারায়ণগঞ্জ | 2023-08-30 06:39:50

সংসদ সদস্য শামীম ওসমানের অস্ত্র নিয়ে আলোচিত মন্তব্যের সমালোচনা করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমরা জানতে চাই তিনি এতবছর পর কাকে ভয় দেখাতে চাচ্ছেন। নারায়ণগঞ্জে নতুন করে আবার কিসের ষড়যন্ত্র করছেন?’

শুক্রবার (৬ মার্চ) বিকেলে নগরীর দেওভোগস্থ শেখ রাসেল পার্কের মুক্তমঞ্চে তানভীর মুহাম্মদ ত্বকীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মেয়র এ মন্তব্য করেন। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের উদ্যোগে শিশু সমাবেশ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা আয়োজন করা হয়।

মেয়র আইভী বলেন, ‘আপনাকে নাকি দুটো পত্রিকা গডফাদার বানিয়েছে। কিন্তু আপনি নিজেই তো প্রমাণ করলেন আপনার কাছে হাজার হাজার অস্ত্র ছিল, যা পুলিশের চাইতেও বেশি। এত অস্ত্র আপনি কোত্থেকে পান? তাহলে আপনি তো অবশ্যই গডফাদার। এতদিন নারায়ণগঞ্জের মানুষ বলেছে, প্রচুর হত্যাকাণ্ডের সঙ্গে আপনার পরিবার জড়িত, এখন সেটাই সত্য মনে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ত্বকীর আগে নারায়ণগঞ্জে আরও অনেক হত্যাকাণ্ড হয়েছে যা নারায়ণগঞ্জসহ সারা বাংলাদেশ জানে। তাদের কারণেই দেশের মানুষ নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদ হিসেবে জানত। কারণ, একটি পরিবার পরপর বহু হত্যাকাণ্ড সংঘটিত করেছে।’

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্ট্রি মফিদুল হক, ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর পিতা ফিউর রাব্বী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউটের অধ্যক্ষ শামসুল আলম আজাদ, ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি হালিম আজাদ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর