কুমিল্লায় উদ্বোধনী ম্যাচে মোহামেডানের মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস

কুমিল্লা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-08-22 13:20:43

কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের (বিপিএল) খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শনিবার (৭ মার্চ) উদ্বোধনী খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস।

জানা গেছে, কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে। গ্যালারিতে ২০ হাজার দর্শকের ধারণ ক্ষমতা রয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি বাদল রায়সহ অন্যান্য কর্মকর্তারা এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী শনিবার বিকেল সোয়া ৩টায় খেলা শুরু হবে। খেলা শুরুর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচারিত হবে। খেলার উদ্বোধন করবেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার।

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান রোমেন ফারুকের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বাফুফের সহ-সভাপতি বাদল রায় বলেন, ‘বসুন্ধরা কিংস নিঃসন্দেহে একটি ফেভারিট দল। এ দলটি যেকোনো কন্ডিশনে ভালো খেলে। শনিবার কুমিল্লার জন্য ঐতিহাসিক একটি দিন হতে যাচ্ছে। বিপিএল ফুটবল টুর্নামেন্টের মতো আয়োজন কুমিল্লায় হচ্ছে। এটা নিঃসন্দেহে কুমিল্লাবাসীর জন্য গর্বের।’

জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত বলেন, ‘আমরা সদ্য সমাপ্ত করেছি কাউন্সিলর কাপ টি-টুয়েন্টি টুর্নামেন্ট। এখন বিপিএল ফুটবল খেলা শুরু হবে। এ আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।’

কুমিল্লায় ১২টি খেলা অনুষ্ঠিত হবে। এই ১২টি খেলা থেকে অর্জিত অর্থ ফুটবল খেলার উন্নয়নে ব্যয় হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে মোহামেডানের কোচ ইয়েন লি জানান, কুমিল্লার ভ্যনু আন্তর্জাতিক মানের। আয়োজকদের আতিথেয়তা তাকে মুগ্ধ করেছে।

তিনি আশা করেন, কুমিল্লার ভ্যনুতে প্রতিটি ম্যাচই হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

মোহামেডানের ম্যানেজার নকিব বলেন, ‘গত বেশ কয়েকটি টুর্নামেন্টে মোহামেডান চ্যাম্পিয়ন হতে পারছে না। অতীতের গৌরব ফিরিয়ে আনতে এবার মোহামেডান প্রাণপণ খেলবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুজ্জামান, জেলার জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মীর হোসেন আহসানুল কবীর, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর