মুজিববর্ষ: টুঙ্গিপাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন রোগীরা

গোপালগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ | 2023-08-25 04:14:30

মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রোগীদের বিনামূল্যে অর্থোপেডিক চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি এ স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করে।

রোববার (১ মার্চ) সকালে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মো. আব্দুল গনি মোল্যা।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির মহাসচিব ডা. ওহিদুর রহমান, গোপালগঞ্জ জেলা মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. হুমায়ুন কবির, গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মাহামুদ, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক উপস্থিত ছিলেন।

এ ক্যাম্পে শতাধিক অর্থোপেডিক সার্জন বিনামূল্যে সহস্রাধিক রোগীদের চিকিৎসা সেবা দেন। পরে তাদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

এর আগে চিকিৎসকরা টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সম্পর্কিত আরও খবর