গ্রামীণ নারীদের এগিয়ে নিচ্ছে ‘তথ্য আপা’

পটুয়াখালী, দেশের খবর

আব্দুস সালাম আরিফ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2023-08-30 06:47:39

প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকারের ‘তথ্য আপা’ প্রকল্প। তাৎক্ষণিক গ্রামীণ নারীদের সমস্যা চিহ্নিত করে, তা দ্রুত সমাধানের পাশাপাশি বিভিন্ন বিষয়ে নারীদের দক্ষ করে গড়ে তুলতে কাজ করছেন তারা। তৃণমূল পর্যায়ে নারীদের এগিয়ে নিতে সরকারের এই উদ্যোগের সফলতাও মিলছে বেশ। তাইতো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য আপারা এখন সকলের কাছে জনপ্রিয়।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করছে। এরই ধারাবাহিকতায় তথ্য আপা প্রকল্প হাতে নেয় সরকার। ‘শেখ হাসিনার সহায়তায়, তথ্য আপা পথ দেখায়’ এই শ্লোগানে তথ্য আপারা গ্রামের বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে তথ্য দিয়ে সকলকে সহযোগিতা করছেন। তাদের সঙ্গে থাকছে ল্যাপটপসহ ইন্টারনেট সংযোগ এবং প্রাথমিক চিকিৎসার সামগ্রী। আর এসব সেবা পেয়ে খুশি এলাকার সাধারণ নারীরা।

ইন্টারনেটের মাধ্যমে তথ্য সেবা প্রদান, প্রাথমিক স্বাস্থ্য সেবা, ডোর টু ডোর সেবা প্রদানসহ উঠান বৈঠক, মুক্ত আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করছেন তথ্য আপারা। আর এসব উঠান বৈঠকে সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা অংশ নিয়ে গ্রামের নারীদের বিভিন্ন বিষয়ে অবহিত করছেন।

গ্রামীণ নারীদের স্বাস্থ্য পরীক্ষা করছেন তথ্য আপারা

পটুয়াখালী সদর উপজেলার তথ্য সেবা কর্মকর্তা পলি বেগম জানান, সরকারের এই উদ্যোগের ফলে এখন গ্রামের বাড়িতে বসেও নারীরা বিভিন্ন আয়বর্ধক কাজে নিজেদের যুক্ত করার সুযোগ পাচ্ছেন। এর ফলে তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন ঘটছে।

২০২১ সালের ডিজিটাল বাংলাদেশ গঠনে সরকারের এই প্রকল্পগুলো তৃণমূলের নারীদের এগিয়ে নিতে সহায়তা ভূমিকা পালন করছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ কারণে সরকারের এই প্রকল্পটি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর