পীরগাছায় বৈদ্যুতিক খুঁটি হেলে পড়েছে সড়কে

রংপুর, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পীরগাছা (রংপুর) | 2023-08-30 07:35:13

রংপুরের পীরগাছায় কান্দি-দোয়ানী সড়কে প্রায় এক বছর আগে দায়সারাভাবে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করে ঠিকাদারি প্রতিষ্ঠান। খুঁটি স্থাপনের পরপরই ৬টি খুঁটি হেলে পড়লেও পল্লী বিদ্যুৎ সমিতি সেভাবেই বিদ্যুৎ সংযোগ দেয়। হেলে পড়া খুঁটিতে ১১ কেভি ভোল্টের বিদ্যুৎ সংযোগ দেওয়ায় বড় ধরনের বিপদের আশঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সরেজমিনে জানা যায়, উপজেলার কান্দি-দোয়ানী সড়কের পাশ দিয়ে বৈদ্যুতিক লাইন টানা হয়েছে। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীনে ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারাভাবে খুঁটিগুলো স্থাপন করে। একটি খুঁটি সড়কের ওপর হেলে পড়েছে তো পরের খুঁটি পাশের জমির দিকে হেলে পড়েছে। এভাবে ছয়টি খুঁটি হেলে আছে।

স্থানীয় কাবিলাপাড়া গ্রামের মিজানুর রহমান বার্তা২৪.কমকে বলেন, ‘যে কোন সময় খুঁটি পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। খুঁটিগুলো হেলে পড়ায় সড়ক দিয়ে যাতায়াতের সময় আমরা আতঙ্কের মধ্যে থাকি।’

দোয়ানী গ্রামের বাবু মিয়া বার্তা২৪.কমকে বলেন, ‘সামনে ঝড়-বাদলের দিন আসছে। খুঁটিগুলো দ্রুত সোজা করা প্রয়োজন। তা না হলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে।’

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ পীরগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার(ডিজিএম) আব্দুল জলিল বার্তা২৪.কমকে বলেন, ‘এ ধরনের ঘটনা ঘটে থাকলে দ্রুত সমাধান করা হবে।’

এ সম্পর্কিত আরও খবর