বরগুনায় নিউমোনিয়ায় ২৩ দিনে ৭৫ শিশু হাসপাতালে

বরগুনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা | 2023-08-30 07:34:07

বরগুনার আমতলীতে গত ২৩ দিনে ৭৫ শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। ঠান্ডাজনিত এ রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালে দেখা দিয়েছে নিউমোনিয়ার এন্টিবায়োটিক ইনজেকশন সংকট।

রোববার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে দেখা যায়, শিশু ওয়ার্ডে ১৫ জন শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছে। এদিকে চিকিৎসরা বলছে শিশুদের মধ্যে নিউমোনিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ঋতু পরিবর্তন ও বৈরী আবহাওয়ার ফলে এ রোগ বৃদ্ধি পাচ্ছে।

চিকিৎসা নিতে আসা শিশুর অভিভাবকরা বলেন, হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিচ্ছি কিন্তু হাসপাতাল থেকে কোনো এন্টিবায়োটিক ইনজেকশন দিচ্ছে না। এ ইনজেকশনসহ সবকিছু বাহির থেকে কিনতে হচ্ছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের এন্টিবায়োটিক ইনজেকশনের সংকটের কথা স্বীকার করে বলেন, বৈরী আবহাওয়াজনিত কারণে নিউমোনিয়ার প্রকোপ বেড়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরো বলেন, এন্টিবায়োটিক ইনজেকশন নেই তবে সিরাপ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে এন্টিবায়োটিক ইনজেকশন আনা হবে।

এ সম্পর্কিত আরও খবর