নাটোর থেকে অতিরিক্ত ৭০০ মেট্রিক টন আমন ক্রয় শুরু

নাটোর, দেশের খবর

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর | 2023-09-01 12:04:15

প্রথম দফায় ৮ হাজার ৬৯৬ মেট্রিক টন আমন ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ হওয়ায় দ্বিতীয় দফায় নাটোর থেকে অতিরিক্ত ৭০০ মেট্রিক টন ধান ক্রয় শুরু করেছে খাদ্য বিভাগ। প্রতি কেজি ২৬ টাকা দরে আগামী ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত জেলায় ৭টি উপজেলা থেকে পূর্ব সরবরাহ অনুপাতে এ ধান সংগ্রহ করা হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর সদর উপজেলা চত্বরে লটারির মাধ্যমে অতিরিক্ত আমন ধান সংগ্রহের জন্য উপজেলার ৭টি ইউনিয়নের ৩০২ জন প্রান্তিক কৃষককে নির্বাচন করা হয়।

নির্বাচিত প্রত্যেক কৃষকের নিকট থেকে ১০ মণ করে মোট ১২১ মেট্রিক টন ধান আমন সংগ্রহ করা হবে।

লটারিতে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদুল ইসলাম, সদর এলএসডির ইনচার্জ আবুল কালাম আজাদসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার জানান, লক্ষ্যমাত্রা পূরণ করতে পারায় অতিরিক্ত ৭০০ মেট্রিক টন ধান সরবরাহের চাহিদাদেশ দিয়েছে খাদ্য বিভাগ। অন্য ৬টি উপজেলা থেকে পূর্বোক্ত সরবরাহ অনুপাতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচিত করে আনুপাতিক হারে ধান ক্রয় করা হবে।

এ সম্পর্কিত আরও খবর