ঠাকুরগাঁওয়ের সড়কে একুশের আলপনা

ঠাকুরগাঁও, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও | 2023-08-31 17:38:07

কল্পনার জগতকে ফুটিয়ে তোলার আরেক নাম আলপনা। বাঙালির সকল প্রাণের উৎসবে মিশে থাকে এই আলপনা।

এরই লক্ষে একুশের চেতনাকে ঠাকুরগাঁওয়ের সকল শ্রেণী পেশার মানুষের কাছে তুলে ধরতে প্রতিবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশ সড়কে রংয়ের তুলিতে আঁকা হয়েছে আলপনা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে আলপনা আঁকার কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে. এম কামরুজ্জামান সেলিম।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, জেলা শিল্পকলার কালচারাল অফিসার জাকির হোসেন ইমন, শিক্ষাবিদ মনতোষ কুমার দে, জেলা উদীচীর সভাপতি সেতেরা বেগমসহ জেলা স্বেচ্ছাসেবী সংগঠন জার্নি অফ ইউনিটি, নবীন আলো ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও সমাজের সকল স্তরের মানুষেরা অংশ নেয়।

আলপনায় সকল স্তরের মানুষেরা অংশ নেয়

জেলা প্রশাসক ড. কে. এম কামরুজ্জামান সেলিম জানান, কল্পনার জগতকে ফুটিয়ে তোলার আরেক নাম আলপনা। বাঙালীর সকল প্রাণের উৎসবে মিশে আছে এই আলপনার রং। আর অমর একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে পাশে আঁকা আলপনা আমাদের আরো বেশি আকৃষ্ট করে ভাষার প্রতি। ভাষার জন্য আত্মত্যাগকারীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ব্যক্ত করেই আমরা প্রতিবারই এই আলপনা করে থাকি।

এ সম্পর্কিত আরও খবর