‘ফকির লালন শাহ ছিলেন মানবতার ফেরিওয়ালা’

কুষ্টিয়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-08-26 23:19:28

কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেন বলেছেন, ‘বাউল সম্রাট ফকির লালন শাহ ছিলেন মানবতার ফেরিওয়ালা। তিনি জাতপাতের ঊর্ধ্বে থেকে সব মানুষের সঙ্গে বসবাস করার যে দৃষ্টান্ত সৃষ্টি করে গেছেন, তা অবিস্মরণীয়।’

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়ার কুমারখালি উপজেলার ছেউড়িয়ায় ফকির লালন শাহর মাজার চত্বরে লালনের ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, ওবায়দুর রহমান, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মর্কতা (ইউএনও) রাজীবুল ইসলাম, ডেপুটি কালেক্টরেট নেজারত (এনডিসি) মুসাব্বেরুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, লালন একাডেমির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম হক এবং একাডেমির সব সদস্য ও বাউল শিল্পীরা।

সাঁইজির সব কীর্তি নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা সবার দায়িত্ব বলেও উল্লেখ করেন জেলা প্রশাসক। জেলা প্রশাসন ও লালন একাডেমির উদ্যোগ এ ম্যুরাল নির্মাণ করা হচ্ছে।

এনডিসি মুসাব্বেরুল ইসলাম জানান, ছেউড়িয়া আখড়াবাড়িতে লালন ম্যুরালটি নির্মিত হলে এখানে আগত দর্শনার্থীদের হৃদয় কাড়বে।

 

এ সম্পর্কিত আরও খবর