ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

গোপালগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ | 2023-08-22 06:56:37

গোপালগঞ্জে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মুকসুদপুর উপজেলা পরিষদ সভাকক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাবির মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী।

মুকসুদপুর উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদ জানান, ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত ৯০ জন কৃষকের মাঝে ভুট্টা বীজ, সূর্যমুখী বীজ, সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত নভেম্বর মাসে আঘাত হানে ঘূর্ণিঝড় বুলবুল। এতে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়।

এ সম্পর্কিত আরও খবর