কালীগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

ঝিনাইদহ, দেশের খবর

Shadrul Abedin | 2023-08-30 07:13:06

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচ জন আহত হয়েছেন। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- পুকুরিয়া গ্রামের আব্দুল মান্নান মনা, হাফিজুর রহমান, আসাদুল ইসলাম, মিলন। বাকি একজনের নাম জানা যায়নি।

স্থানীয়রা জানান, কালীগঞ্জ উপজেলার শিমলা-রোকনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাছির চৌধুরীর সঙ্গে প্রতিবেশী মিনি মালিথার কিছুদিন যাবত বিরোধ চলে আসছিল। দুদিন আগে পুকুরিয়া গ্রামের মিনি মালিথার সমর্থক ছমিরন নেছাকে মারধর করে নাসির চেয়ারম্যানের সমর্থকরা। এরই জের ধরে রোববার সকালে নাসির চেয়ারম্যানের লোকজন আবারও মিনি মালিথার সমর্থক হাফিজুর রহমানের ওপর হামলা করে। এ সময় দু’গ্রুপের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মতলেবুর রহমান বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি বোমা বিস্ফোরণের কথা অস্বীকার করে বলেন, ‘পটকা বা বাজি জাতীয় কিছু ফুটানো হয়েছে। বোমার কোনো আলামত পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা এখনো ঘটনাস্থলে রয়েছি।’

এ সম্পর্কিত আরও খবর