মৌলভীবাজারে ইটভাটায় অভিযান, জরিমানা ২০ লাখ

মৌলভীবাজার, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট, বার্তা২৪.কম, মৌলভীবাজার | 2023-09-01 01:10:37

মৌলভীবাজারের দুই উপজেলায় বেশ কয়েকটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর। এসময় এস কে ব্রিকসকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ইসরাত জাহান পান্না এ জরিমানা করেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজনগর ও কুলাউড়া উপজেলায় সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদফরের মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক বদরুল হুদা বলেন, সকাল সাড়ে ৯টায় উপজেলার সদর ইউনিয়নের মুরালী গ্রামে কাজী খন্দকার ব্রিকস এ অভিযান চালানো হয়। এসময় পরিবেশ বান্ধব উপায়ে ইট তৈরি না করায় চিমনি, ইট পোড়ানোর চুল্লি ও কাঁচা ইট গুড়িয়ে দেওয়া হয়।

অভিযানে ইট পোড়ানোর চুল্লি ও কাঁচা ইট গুড়িয়ে দেওয়া হয়

অভিযানের সময় ইটভাটার মালিক উপস্থিত না থাকায় তাকে পরিবেশ অধিদফতরের কার্যালয়ে স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।

পরে একই ইউনিয়নের কর্ণিগ্রাম এলাকায় অবস্থিত এস কে ব্রিকসে অভিযান চালানো হয়। এসময় নিয়ম না মেনে কাঠ পুড়ানো ও পরিবেশ বান্ধব চুলা না থাকার অভিযোগে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষনিক ২ লাখ টাকা আদায় করে বাকি টাকা পরিশোধে সময় বেঁধে দেওয়া হয়।

এছাড়া দুপুর আড়াইটার দিকে একই ইউনিয়নের এম আর ব্রিকস নামে একটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটার চুলা ভেঙ্গে দেয়া হয়। পরে বিকেলে কুলাউড়া উপজেলার খান ব্রিকসে অভিযান চালিয়ে চুল্লিগুলো গুড়িয়ে দেয়া হয়।

তিনি বলেন, জেলায় মোট ১১টি অবৈধ কারখানা রয়েছে। পর্যায়ক্রমে সেগুলোতে অভিযান চালানো হবে।

এ সম্পর্কিত আরও খবর