বৃদ্ধাকে পিটিয়ে হত্যা, সমঝোতার পর দাফনের সিদ্ধান্ত

রংপুর, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পীরগাছা (রংপুর) | 2023-08-30 07:35:34

রংপুরের পীরগাছায় সোনাভান (৫৫) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টা মরদেহ রেখে সমঝোতার পর দাফনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি জানার পর পীরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করলেও পরিবারের অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দিয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার কান্দি ইউনিয়নের দাদন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোনাভান ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী।

এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার বিকেলে তুচ্ছ ঘটনা নিয়ে সোনাভানের সঙ্গে প্রতিবেশী শাহিন মিয়ার স্ত্রী আসমা বেগমের বাগ-বিতণ্ডা হয়। এ সময় আসমা বেগম সোনাভানকে মারধর করে। এতে সোনাভান বেগম গুরুতর আহত হলে ওই দিন রাতেই রংপুর মেডিকেল কলেজ হাতপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে তার মৃত্যু হয়। পরিবারের লোকজন সোনাভানের মরদেহ বাড়িতে নিয়ে আসলে এলাকার মাতব্বররা বিষয়টি সমঝোতার চেষ্টা চালায়। বৃহস্পতিবার বিকেলে উভয় পক্ষের সমঝোতার পর মরদেহ দাফনের সিদ্ধান্ত হয়।

সোনাভানের প্রতিবেশী মরিয়ম বেগম বার্তা২৪.কমকে বলেন, ‘আসমা বেগমের মারধরে গুরুতর আহত হয়ে সোনাভানের মৃত্যু হয়েছে। কিন্তু পারিবারিকভাবে বিষয়টির সমঝোতা করা হয়েছে।’

পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বার্তা২৪.কমকে বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়নি।’

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বার্তা২৪.কমকে বলেন, ‘বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর