সাভারে নারীকে আঘাত করায় পুলিশ সদস্য ক্লোজড

ঢাকা, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-25 15:58:53

সাভারে আটককৃত আসামিকে নাস্তা দেওয়া নিয়ে বাদীর স্ত্রীকে লাঠি দিয়ে আঘাত করায় সাভার মডেল থানার এক উপ-পরিদর্শককে ক্লোজ করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক এফএফএম সায়েদ।

জানা যায়, মেয়ে অপহরণের ঘটনায় ফরিদপুর জেলার নগরকান্দা এলাকার মিন্টু মাতব্বরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়েরের পর আসামিসহ ওই মেয়েকে উদ্ধার করা হয়। গত ৩ ফেব্রুয়ারি তাদের উদ্ধার করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন। ৪ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে অপহৃত নারীকে তার মা নাস্তা কিনে দিলে আটক আসামিকেও নাস্তা দিতে বলেন উপ-পরিদর্শক ফারুক। অপহৃতের মা নাস্তা কিনে দিতে অপারগতা প্রকাশ করায় অকথ্য ভাষায় গালিগালাজ করেন ওই উপ-পরিদর্শক। এক পর্যায়ে অপহৃতের মায়ের পিঠে লাঠি দিয়ে আঘাত করেন তিনি। বিষয়টি জানাজানি হলে বুধবার তাকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক এএফএম সায়েদ বলেন, ওই উপ-পরিদর্শককে অব্যাহতি দিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর