ঘরে বসেই স্থায়ী বাসিন্দার সনদ পাবেন রাঙামাটিবাসী

রাঙামাটি, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি | 2023-08-31 20:31:32

এখন থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসেই স্থায়ী বাসিন্দার সনদ সংগ্রহ করতে পারবেন রাঙামাটিবাসী। কাউকে আর কষ্ট করে ইউএনও বা ডিসি অফিসে আসতে হবে না বলে জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।

রোববার (২৬ জানুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইসিটি কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।

জেলা প্রশাসক বলেন, ‘এখন রাঙামাটি জেলার যেকোনো প্রত্যন্ত অঞ্চল থেকে ঘরে বসেই জেলা প্রশাসনের ওয়েবসাইটে ঢুকে নির্দিষ্ট ফি প্রদান করে স্থায়ী বাসিন্দা সনদের জন্য আবেদন করতে পারবে। অনলাইন থেকেই স্থায়ী বাসিন্দা সনদ সংগ্রহ করতে পারবে।

ফি প্রদান সম্পর্কে তিনি বলেন, ‘বিকাশ, রকেট, ইউক্যাশসহ মোট ২৫টি মাধ্যমে অর্থ প্রদান করা যাবে। চাকরির আবেদনের জন্য যেভাবে অর্থ প্রদান করা হয়, ঠিক সেভাবেই ফি প্রদান করা যাবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূরুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন পালসহ বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরও খবর