গাঁজা বিক্রির দায়ে স্বামী-স্ত্রীর কারাদণ্ড

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-10 12:32:07

মানিকগঞ্জ সদর উপজেলার চান্দইর এলাকায় গাঁজা বিক্রি করার দায়ে স্বামী-স্ত্রীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আবু দারদা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ওই কারাদণ্ড দেন।

কারাদণ্ডপ্রাপ্ত স্বামী-স্ত্রী হলেন- সদর উপজেলার চান্দইর এলাকার মো. আলেকজান্ডার (৩৫) এবং তার স্ত্রী আকলিমা বেগম (৩০)। এদের মধ্যে আলেকজান্ডারকে ২ বছর এবং তার স্ত্রী আকলিমাকে ৬ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবু দারদা বার্তা২৪.কমকে জানান, দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে গাঁজা মজুদ করে বিক্রি করে আসছে আলেকজান্ডার ও তার স্ত্রী আকলিমা। বিকেলে জেলা মাদকদ্রব্য অধিদফতরের ইনচার্জ সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সহায়তায় সদর উপজেলার চান্দইর এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক স্বামী-স্ত্রীকে ওই দণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর