বেনাপোল সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহত

যশোর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর) | 2023-08-31 04:33:53

বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে হানেফ আলী ওরফে খোকা (৩৩) নামের এক বাংলাদেশি নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২২ জানুয়ারি) রাতে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। নিহত গরু ব্যবসায়ী হানেফ আলী বেনাপোলের অগ্রভুলোট গ্রামের শাজাহান আলীর ছেলে।

নিহতের বাবা শাহাজান আলী জানান, হানেফ বুধবার রাত থেকে নিখোঁজ ছিল। পরে খবর নিয়ে জানতে পারেন ভারতে গরু আনতে যাওয়ার পথে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। ক্যাম্পে ধরে নিয়ে গিয়ে বেদম মারধর ও নির্যাতন করে এতে হানেফ নিহত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ভারতের গাইঘাটা পুলিশের হেফাজতে আছে বলে জানা গেছে। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য তবিবুর রহমান নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিজিবি ও বিএসএফের সঙ্গে যোগাযোগ করে মরদেহ ফেরত আনার চেষ্টা চলছে।

এদিকে ২১ ব্যাটালিয়ন বিজিবির সুবেদার মোফাজ্জেল হোসেন বলেন, বিষয়টি তারা শুনে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। তবে এখনও পর্যন্ত কথা বলে কিছু নিশ্চিত হতে পারেননি।

এদিকে নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।

এ সম্পর্কিত আরও খবর