অবরোধের পর এবার সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

ঢাকা, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-25 04:27:44

দুই মাসের বকেয়া বেতনের দাবিতে হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন রাকেফ অ্যাপারেলস লিমিটেড কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে তেঁতুলঝোড়া কলেজ সংলগ্ন এলাকার বিক্ষোভ করেন তারা ।

এর আগে সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর এলাকার হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত হ্যান্ড মাইক হাতে নিয়ে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন: সাভারে সড়ক অবরোধ করেছে ৫ হাজার পোশাক শ্রমিক

এ ব্যাপারে শিল্প-পুলিশ ১ এর পুলিশ সুপার সানা শামীনুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। হ্যান্ড মাইক দিয়ে তাদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত দুই মাসের বকেয়া বেতনের টাকা বৃহস্পতিবার ১৬ জানুয়ারি পরিশোধের কথা উল্লেখ করে নোটিশ টাঙ্গিয়ে দেয় কর্তৃপক্ষ। বেতনের আশায় বিকেল ৫ টা পর্যন্ত কাজ করেন তারা। ৫ টার পরে কারখানা কর্তৃপক্ষ তাদের বলে দেয় আগামী ২২ জানুয়ারি বেতন ভাতা পরিশোধ করা হবে। এ ঘোষণার পর প্রায় ৫ হাজার শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছেন। 

এ সম্পর্কিত আরও খবর