গৌরীপুরে ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি

ময়মনসিংহ, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গৌরীপুর (ময়মনসিংহ) | 2023-08-19 21:27:10

ময়মনসিংহের গৌরীপুরে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশে রেলওয়ে (ঢাকা) পরিবহন কর্মকর্তা রেজাউল করিমকে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ট্রেনের বগি কী কারণে লাইনচ্যুত হয়েছে এই মুহূর্তে বলা যাচ্ছে না। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঘটনার কারণ সম্পর্কে জানতে পারব।’

আরও পড়ুন: গৌরীপুরে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

রেলওয়ে সূত্রে জানা গেছে, ‘গত বুধবার রাত সাড়ে ৯টায় ময়মনসিংহ রেলওয়ে জংশন থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস গৌরীপুর আসছিল। ৯টা ৫০ মিনিটে ট্রেনটি গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল এলাকায় আসতেই ইঞ্জিনের একটি বগির পরের তিনটি বগি লাইনচ্যুত হয়। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, দুর্ঘটনার পর থেকে ময়মনসিংহ-গৌরীপুর, গৌরীপুর-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে রিলিফ ট্রেন ও উদ্ধারকর্মীরা ৯ ঘণ্টার প্রচেষ্টায় লাইনচ্যুত হওয়া তিনটি বগি উদ্ধার করে।

আরও পড়ুন: গৌরীপুরে ট্রেনের ৩ বগি লাইনচ্যুত

ময়মনসিংহ রেলওয়ে জংশনের সুপারিন্টেনডেন্ট জহুরুল ইসলাম বলেন, ‘লাইনচ্যুত বগি উদ্ধারের পর বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর রেলওয়ে জংশন থেকে ময়মনসিংহ রেলওয়ে জংশনে নিয়ে যাওয়া হয়। দুটি বগি সংযোজন করার পর বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিটে বিজয় এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

এ সম্পর্কিত আরও খবর