ফরিদপুরে বন্দুক যুদ্ধে ডাকাত সর্দার নিহত

ফরিদপুর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর | 2023-08-31 17:28:58

 

ফরিদপুরের বোয়ালমারীতে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে এনায়েত বাহিনীর প্রধান এনায়েত হোসেন (৪০) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার শেখর ইউনিয়নের বারংকোলা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ডাকাত সর্দার বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বানচাকি গ্রামের মজিবর রহমানের ছেলে।

বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মো. আমিনুর রহমান জানান, এনায়েত হত্যা, ডাকাতি, ছিনতাইসহ ১৩টি মামলার আসামি। মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর এনায়েতকে বোয়ালমারী নিয়ে আসা হয়।

তার দেওয়া তথ্যানুযায়ী রাত ৩টার দিকে ওই এলাকায় পুলিশ অস্ত্র উদ্ধারে গেলে এনায়েত বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি করলে এনায়েত গুলিবিদ্ধ হয়। সেখান থেকে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে এলজি বন্দুক, গুলির খোসা ও কয়েকটি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত আরও খবর