যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সৈয়দ কায়সারের রায় বহালের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ | 2023-08-29 22:43:53

যুদ্ধাপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সৈয়দ মো. কায়সারের রায় আপিলেও বহাল রাখার দাবিতে হবিগঞ্জের মাধবপুরে মানববন্ধন ও গণমিছিল করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলার কয়েকশ’ মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ অংশ নেন। পরে একটি গণমিছিল মাধবপুর বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন- সাবসেক্টর কমান্ডার ক্যাপ্টেন কাজী কবির উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ফুল মিয়া, মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সুকোমল রায়, চুনারুঘাট উপজেলা কমান্ডার আব্দুস সামাদ।

উল্লেখ্য- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৪ সালের ২৩ ডিসেম্বর সৈয়দ মো. কায়সারকে বিভিন্ন অভিযোগে মৃত্যুদণ্ড ও একই সাথে ২২ বছরের কারাদণ্ড প্রদান করে। ২০১৫ সালের ১৯ জানুয়ারি এ রায়ের বিরুদ্ধে আপিল করে আসামি পক্ষ। আগামীকাল (মঙ্গলবার) আপিলের রায় ঘোষণার কথা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর