কুয়াশার চাদরে ঢাকা পড়েছে মেহেরপুর

মেহেরপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর | 2023-08-19 10:43:20

কুয়াশার চাদরে ঢাকা পড়েছে মেহেরপুর। সোমবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় এ অঞ্চলে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল ১০টা পর্যন্ত মেলেনি সূর্যের দেখা।

মেহেরপুর-চুয়াডাঙ্গা অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

জানুয়ারির শুরুতে কখনো বৃষ্টি, কখনো কুয়াশা, আবার কখনো তীব্র শীতে খেটে খাওয়া মানুষের কষ্টের সীমা নেই। ভোরে ঘর থেকে বের হয়ে কাজে যেতে পারছে না কর্মজীবী মানুষরা।

মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার রিকশা চালক আলেফ হোসেন বলেন, ‘ভোরে রিকশা নিয়ে বের হতে গিয়ে ঠান্ডায় ভুগছি। প্রতিদিন ভোর ৬টায় আমাকে রিকশা নিয়ে ভাড়ায় যেতে হয়।’

এদিকে আজ ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। ভোরে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করেছে।

উত্তরবঙ্গ থেকে পাথর নিয়ে মেহেরপুরে আসা ট্রাক চালক আসাদ আলী জানান, ভোরের দিকে কুয়াশার ঘনত্ব এতো পরিমাণ ছিল যে সামনের ১০ ফুটের মধ্যে কী আছে তা দেখা যায়নি। তাই খুবই ধীর গতিতে গাড়ি চালাতে হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর