বৃষ্টিতে ইটভাটা মালিকদের বড় ধরনের লোকসানের আশঙ্কা

রাজবাড়ী, দেশের খবর

সোহেল মিয়া, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-10 11:18:59

অসময়ের বৃষ্টিতে চরম বিপাকে পড়েছেন রাজবাড়ীর প্রায় অর্ধশত ইটভাটার মালিক। বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে তারা।

ইটভাটার মালিকরা বলছেন, হঠাৎ করে বৃষ্টি হওয়ায় রাজবাড়ী জেলাতে ইটভাটার মালিকরা কমপক্ষে ৩০ থেকে ৩৫ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। কাঁচা ইটগুলোকে আবার নতুন করে তৈরি করে তারপর পোড়াতে হবে।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে সরেজমিন বালিয়াকান্দির বিভিন্ন ইটভাটা ঘুরে দেখা যায়, বৃষ্টিতে প্রচুর ক্ষতি হয়েছে তাদের। বৃষ্টির হাত থেকে কাঁচা ইট রক্ষা করার জন্য পলিথিন দিয়ে ঢেকে রেখেছেন ইটগুলো। তারপরও বৃষ্টিতে ইটগুলো ভেঙে গেছে।

জমে থাকা পানিতে নষ্ট হয়ে গেছে কাঁচা ইট

ইটভাটা মালিক আলমগীর মোল্লা বার্তা২৪.কমকে বলেন, অসময়ের এই বৃষ্টিতে আমার নিজেরই প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হবে। আর জেলাতে কমপক্ষে ৩০ থেকে ৩৫ কোটি টাকার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ প্রতিটি ভাটাতেই ইট তৈরির জন্য ৬-৭টি মিল থাকে। আর প্রতিটি মিলে প্রায় ৫ থেকে ৬ লাখ করে কাঁচা ইট প্রস্তুত থাকে। রাতে হঠাৎ বৃষ্টি নামায় সব ইট ভেঙে নষ্ট হয়ে গেছে। এ সব ইট আবার নতুন করে তৈরি করে তারপর পোড়াতে হবে।

অনেক ভাটার মালিক বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে ভাটা চালাচ্ছেন। তারা তো মহাবিপদে পড়ে যাবে এখন!, যোগ করেন আলমগীর মোল্লা।

এ সম্পর্কিত আরও খবর