গাইবান্ধায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, নেই শীতের তীব্রতা

গাইবান্ধা, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-13 18:40:06

গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি হলেও নেই শীতের তেমন তীব্রতা।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যার দিকে জেলার বেশ কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। পরে রাত ১২টা থেকে আবারো শুরু হয় একই ধরনের বৃষ্টিপাত।

এর আগে শৈত্য প্রবাহ শেষে গত চারদিন ধরে গাইবান্ধার আকাশে সূর্যের আলো দেখা গেলেও, বুধবার সকাল থেকে দিনব্যাপী সূর্যের মুখ দেখা যায়নি। আকাশে ছিলো কালো মেঘের ঘনঘটা। ফলে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দুই দফায় হালকা মাঝারি ধরণে বৃষ্টিপাত হয়। তবে শীতকালে এমন বৃষ্টি ঝড়লেও, শীতের তীব্রতা তেমন বাড়েনি।

মেছের উদ্দিন নামের এক বৃদ্ধ জানান, 'বুধবারের দফায় দফায় বৃষ্টির শীত তেমন কাবু করেনি।'

এদিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে রবিশস্য ও বোরো বীজতলার কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ কর্মকর্তা খাজানুর রহমান।

এ সম্পর্কিত আরও খবর