বই উৎসবের অপেক্ষায় চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ | 2023-08-28 08:09:58

নতুন বছরের প্রথম দিন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বই উৎসব। আর এ উৎসবকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ইতোমধ্যে প্রাথমিক স্তরে শতভাগ এবং মাধ্যমিক পর্যায়ে ৯৮ ভাগ বই পৌঁছে গেছে। ২০২০ সালে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে ৩৪ লাখ ৪৭ হাজার ৬২৪টি নতুন বই বিতরণ করা হবে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মাধ্যমিক পর্যায়ে বইয়ের চাহিদা ছিলো ১৭ লাখ ২৮ হাজার ৩৩৯টি। ২৩ ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের বই এসেছে প্রায় ৯৮ ভাগ।

অন্যদিকে, দাখিলে চাহিদা ছিলো ৪ লাখ ৫১ হাজার ২৪৬টি, বই এসেছে ৯৮ ভাগ এবং ইবতেদায়ীতে বইয়ের চাহিদা ছিলো ২ লাখ ৮ হাজার ৮৮০টি, বই পুরোটায় এসেছে।

বছরের প্রথম দিন দেশজুড়ে বই উৎসব উদযাপিত হবে

এছাড়া, এসএসসি ভোকেশনালে ৪৩ হাজার ৪৮৪টি বইয়ের চাহিদার পুরোটাই পাওয়া গেছে এবং দাখিল ভোকেশনালে ১ হাজার ১৫০টি বইয়ের চাহিদার বিপরীতে বই এসেছে সাড়ে ৮০০টি।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল মালেক জানান, কিছু বই বাকি রয়েছে। সেই সঙ্গে বিদ্যালয়গুলোতে বই পাঠানো শেষ পর্যায়ে রয়েছে। বছরের প্রথম দিনে বই উৎসবে শিক্ষার্থীদের হাতে এসব বই তুলে দেয়া হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.সাইফুল ইসলাম জানান, জেলার ৭০৫টি প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়ে শতভাগ বই পৌঁছে গেছে। এসব বিদ্যালয়ে ১০ লাখ ১৪ হাজার ৫২৫টি বইয়ের চাহিদা ছিলো। এরই মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বই পৌঁছে গেছে। নির্দিষ্ট দিনে শিক্ষার্থীদের হাতে বইগুলো তুলে দেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর