ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

ফরিদপুর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর | 2023-08-21 17:11:28

ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের দশহাজার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম ভট্টো মোল্লা (৪৫)। তিনি ওই গ্রামের আহজার মোল্লার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দশ হাজার গ্রামের বাসিন্দা ওহাব ফকির ও সোহরাব মোল্লার মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে ধারাল অস্ত্রের আঘাতে ভট্টো মোল্লাসহ ১১জন আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ভট্টো মোল্লাকে মৃত বলে ঘোষণা করেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাখাওয়াৎ মোস্তফা বলেন, হাসপাতালে আনার আগেই ভট্টো মোল্লার মৃত্য হয়েছিল। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের দশ হাজার গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর