জীবনের ঝুঁকি নিয়ে আগুন পোহাচ্ছে শীতার্তরা

পঞ্চগড়, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড় | 2023-08-29 15:01:37

হিমালয়ের কোলঘেঁষা দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের দাপটে কাঁপছে মানুষ। চলতি মৌসুমে কখনো শৈত্যপ্রবাহ, কখনো ঘন কুয়াশায় আচ্ছাদিত হওয়ায় শীতে জবুথবু জেলার ৫ উপজেলার মানুষ। ফলে চরম দুর্ভোগে জীবনযাপন করছে তারা।

রোববার (২২ ডিসেম্বর) সকালে জেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, কনকনে শীতে ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে বাড়ির আঙিনা ও ফুটপাতে আগুন পোহাচ্ছে শীতার্তরা। কিন্তু খড়কুটোর আগুনে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। গত কয়েক বছরে জেলার ৫টি উপজেলার বিভিন্ন এলাকায় আগুন পোহাতে গিয়ে বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছে এবং মারাও গেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগর এলাকার বৃদ্ধা ফজিরন নেছা বলেন, 'আগুন পোহাতে গিয়ে গত বছর পুড়ে গিয়েছিলাম। কিন্তু শীত থেকে তো বাঁচতে হবে, তাই জীবনের ঝুঁকি নিয়ে আগুন পোহাচ্ছি।’

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, আজ সকাল ১০টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এ সম্পর্কিত আরও খবর